Thursday, July 31, 2014

rishi026@gmail.com

কবিতার খাতায়
........... ঋষি

নিজেকে নিজের করে ভাবি নি কখনো
কষ্টের ডানায় ভর করে মেঘলা আকাশ।
আর আকাশ সমুদ্রে নিশ্চিত বাউল
নিজেকে কবিতা করি নি কখনো।

দূর থেকে ,দূর থেকে
সমুদ্র চলে গেছে নীল আকাশের অন্তরালে।
আর আমি বাস্তব নাবিক
নিজের জাহাজের পাল তুলি নি কখনো।
দেখি নি সমুদ্রের অজস্র গরল
নোনতা চোখের জল
চোরা বালি কিন্তু নিজেকে হারাতে পারি নি কখনো।


হতে পারি এক সামুদ্রিক ঝড় অনন্ত মুক্তি
স্পর্শ জুড়ে শুধু শরীর আর রক্ত আর।
মৃত্যুর মতো কিছু স্পর্শিল ,
কিন্তু আমি যে পাগলাটে বাউল।
ঘর ছাড়া ,বাঁধন ছাড়া ,দু হাতে শুধু প্রেম কুড়োতে চাই
সমুদ্র সৈকতে দু চারটে কুড়োনো মুক্ত ,প্রেম
ভালোবেসে তোমাকে দিতে চাই।

নিজের ডানায় ভর করে এক তৃষ্ণা ঈগল
আকাশের গায়ে ,খুব দুরে ,খুব দুরে।
আমি হিংস্র ,গরল ,বিষ
মৃত্যু  তোমাকে জড়িয়ে ধরতে চাই।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...