Thursday, July 31, 2014

rishi026@gmail.com

কল্পক
.......... ঋষি

কল্পিত আমি ভাবনার গালে
কিছুটা স্বপ্ন ঘষে নিলাম।
কিন্তু বুঝলাম না কিছুতেই
তোর গাল এত লাল কেন।

বুঝলাম না জানিস
কাশ্মীর কেন তোর গালে আপেলের মতো।
একটু ভাবলাম
ভেবে দেখি তুই গলে যাচ্ছিস
আরে বরফ নাকি ,ওমা কি লজ্জা।

লজ্জা লজ্জা ঠোঁটের গালিচা
আরে স্বপ্নগুলো হেঁটে যাচ্ছে।
ফিরে আয় পিছে বস্তা বন্দী কিছুটা সময়
ওমা আকাশের চাঁদ তোর কপালে
এক আকাশ বুকে অন্ধ ভিখারী।

কল্পিত আমি ভাবনার শরীরে
অলি গলি নেয়ে চেনা অচেনা তুই।
হাসছি জানিস এতটাই
আমার সাদা পাতার কবিতা তুই।

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...