Friday, July 4, 2014

rishi026@gmail.com

তোমার জন্য
........................ ঋষি

তোমাকে বোঝার জন্য
কোনো ঈশ্বর বৃত্তান্তের দরকার নেই।
ওটুকু করার জন্য
আমার কবিতার রক্তক্ষরণ অনেক।

তোমাকে স্পর্শ করার জন্য
আমায় ঘুরতে হবে না এন্টালি থেকে ধর্মতলা।
শুধু বৃষ্টিতে ভিজে
আমার ঠোঁটে তোমার স্পর্শ পাওয়া অনেক।

তোমাকে দেখার জন্য
আমায় দেখতে হয়না কোনো টিভি সিরিয়াল।
শুধু হৃদয়ের ফিসফিসে
তোমায়  আঁকতে থাকাটা অনেক।

তোমাকে খোঁজার জন্য
আমাকে হারাতে হয় না বারংবার চোরা বালিতে।
শুধু নিস্তব্ধ যন্ত্রনায়
তোমাকে একলা খোঁজাটা অনেক।

তোমাকে ভালোবাসি জানো তুমি
তারজন্য আমাকে বলার  দরকার নেই।
শুধু একলা সময়ে
তোমার হৃদয়ে থাকতে পারাটা অনেক। 

No comments:

Post a Comment

এলিয়েনেশন

বোধহয় এক তরফা এলিয়েনেশন চোখের বিষন্নতায় ডিমলাইটের নিস্তব্ধ আস্তানা নেমে আসছে দ্রুত এই কবিতা কৃত্রিম আলোর নিচে হলুদ ট্যাক্সি ফেরা আর না ফেরা...