Wednesday, July 9, 2014

RISHI026@GMAIL.COM

বেজন্মা নয়
,,,,,,,,,,,,,,,,, ঋষি

বুকের উপর প্রথম লাথি
সোজা ধাক্কা গভীর হৃদয়ের দরজায় বেজন্মা।
খোলা দরজায় বন্ধ খিলের আড়ালে হাসির শব্দ
কারা যেন হাসছে ,শুনতে পাচ্ছিস,সমাজ
সে  লজ্জা নয় ,সেও  জন্ম।

মায়ের নাভি ছিঁড়ে প্রবল অনাদরে ,ঘৃনায়
যে ক্ষুদ্র প্রানটা পৃথিবীতে।
তাকে স্বাবাভিক ,প্রেমের পৃথিবী  স্বপ্নে দেখা
মানায়  না তাই না।
তাকে উপেক্ষার লাথি ,অন্তরদহনের শব্দগুচ্ছ মানায়।
অভিভাবকহীন ক্লান্ত সড়কে
সে  বেজন্মা  ,নামহীন ভোগের কলঙ্ক।

আর সমাজ হাসছে তার উপর
আরেকবার একলব্য একলা দাঁড়িয়ে দ্রোনাচার্যের কাছে।
হতে পারে সে পদবীহীন কোনো নতুন জাত
কিন্তু শুধু একটু আদরের স্পর্শে
সেও  হতে পারে আমার, তোর মতো।
উপেক্ষা নয় প্লিস আর
সেও অপেক্ষায় আমাদের  বাড়ানো হাতের।

তার বুকে লেগে আছে সমাজের নিষ্ঠুর পদচিন্হ
তাকে মাড়িয়ে যায় সময় অবহেলায়।
তাকে প্রশ্ন করে কি তোর পরিচয়
সমাজ তোর প্রেমের স্পর্শে তারও পরিচয় হতে পারে।
সেও হতে পারে আমার, তোর মতো সাধারণ নাগরিক।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...