Saturday, July 26, 2014

RISHI026@GMAIL.COM

অন্ধকার রাত্রি
............... ঋষি

জড়ানো মশারির গায়ে পাখাদের ঘ্যানঘ্যান
অবিশ্রান্ত  রক্তচোষা রাত্রি সিলিঙের মানচিত্রে।
পাশের কোলবালিশে অভিমান
জড়িয়ে যাওয়া মায়া শরীরের গন্ধ।
বিছানার চাদরে ফুটিয়ে দিচ্ছে জোত্স্না
কয়েকটা  ছুঁচ ,তুমি নেই।

সামনের বুককেসে রাখা রবীন্দ্রনাথ
তোমার গলায় বেদনার সুর।
বুকের রক্তে দুএকটা ধারাপাত
জড়ানো স্মৃতির রাত্রি মধুর।
টিক টিক, টিক টিক ঘড়ির শব্দ
 ঘ্যানঘ্যান,তুমি নেই।

ঘরের কোনায় শুকনো রজনীগন্ধা
আলমারির তাকে রাখা তোমার আতর।
তোমার শাড়ি ,তোমার শরীর
গন্ধ লুকিয়ে চুপচাপ কানে কানে।
অজস্র পেরেক বুকেতে
যন্ত্রণা ,তুমি নেই।

কিছুক্ষণ গড়ানো নেশার পেয়ালায়
মাথার শিয়রে ঝোলা তুমি আমি একসাথে।
আজ কত রাত হলো জানি না
কিন্তু সবটুকু তোমার গন্ধ আমার সাথে।
ঘ্যানঘ্যানে পোড়া দাগ
বেশ এতটুকু ,তুমি নেই। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...