Wednesday, July 30, 2014

RISHI026@GMAIL.COM

ওরা কারা
.............. ঋষি

যারা অন্ধকারে মিশে যায় শরীরে সাথে
বদলে দুচার কড়ি খিদে গায়ে মেখে।

যারা জীবনটাকে যন্ত্রনায় মুড়ে হাসতে পারে
শরীরের দামে শুধু নিজেকে পোড়াতে পারে ।

যারা রোজ রাত্রে বিক্রি করে ভালোবাসা
যাদের বাঁচতে চাওয়া শুধু সর্বনাসা।

যারা মেশিনের মতো ভালোবাসার পণ্য
আর যারা জীবন যুদ্ধে সাধারণের ঘৃণ্য।


রাত্রির  শয়নে নগরীর প্রতি মোড়ে
যার পরিচয় শুধু জন্ম মৃত্যু ঘোরে।

যাদের ঘরে জ্বলতে থাকে শুধু প্রয়োজন
তারাই তো মাংস আর রাত্রের ভোজন।

যাদের ঠিকানা শুধু পচা শরীরের গলি
 স্বপ্নের বাসরে ওরা চম্পাকলি।

যাদের চাহিদা মানে রোজ মরতে থাকা
শরীর এক রেখে নাম বদলাতে থাকা।

যাদের বাঁচা  মানে সমাজের পাঁক
পুরুষে বীর্যের শরীরের  সাজ।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...