Friday, July 11, 2014

rishi026@gmail.com

আমার মেট্রোসিটি
............ ঋষি

মিড ফিল্ডে দাঁড়িয়ে বলটা উড়ে যেতে দেখলাম
জীবন উড়ে গেল স্টেডিয়ামের বাইরে জীবনে  .
আরেকটু চুঁয়ে নেমে দাঁড়িয়ে
সেই ধর্মতলা মেট্রো স্টেসনের সামনে।
মেট্রোর অপেক্ষায়
আমার মেট্রোসিটি।

দৌড় আর দৌড় পরের জীবনের দিকে
একটু মৃত্যুর পর সবটুকু শান্তি।
০৩৩ পরের নাম্বারগুলো বঙ্গোপসাগরের জলে
বদলাচ্ছে প্রতিদিন নাম্বারগুলো অদ্ভুত  .
অদ্ভূত জীবনের বদলানো দিনগুলো
স্কোরবোর্ডে শুধু প্রতিক্ষা লেখা
ক্লান্ত জীবনে।

আবার  মেট্রো সিটি হাইফাই সোসাইটির ধর্ষণ
জীবনে বীর্যের অবাঞ্চিত গর্ভপাত।
রক্তের ফোঁটা সারা শরীরে কালসিটে
সময়ের আগেই ম্যাচ শেষ হয়ে যায়।
বদলায় না জীবন
আমার মেট্রোসিটি। 

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...