Tuesday, July 8, 2014

RISHI026@GMAIL.COM

আকাশহীন মরুভূমি
..............................ঋষি

নাকের সামনে দিয়ে আকাশটা চলে গেলো
নেমে এলো বিশ্বব্যাপী সমলোচনার ঝড়।
আকাশ নেই ,বুকের ভিতর নীল ঘরটা অন্ধকারে
পাঁচিল আর পাঁচিল পেরিয়ে অন্ধকুপে।
পাখি নেই , নেই মুক্তি
যা দেখি তাই সব বাদুর ,পেঁচা আর ছায়া
কায়া নেই ,জীবন নেই ,নেই যন্ত্রণা।

কবিতার পাতায় পাতায় বর্ণমালা
শব্দ নেই ,নেই ছন্দ ,নেই অর্থ।
বৃষ্টি আর আসে না
মাটি শুকিয়ে কাঠ ,তৃষ্ণা এই বুকে।
সময়ের থেমে থাকায়
নিঃসঙ্গ  ,অদ্ভুত এক বারান্দায় দাঁড়িয়ে।
ক্যাটওয়াকে সাজানো শরীর চলে গেল
আমি সাক্ষী রাস্তায় পড়ে থাকা পাথর
বৃষ্টি এলো না ,আকাশ যে চলে গেলো।

চোখের শূন্য ভোল্টেজে
শূন্য ,শূন্য ,শূন্য চারিধার।
বন্ধ গাঁথামালায়  জমানো অভিমান
জমানো অভিশাপে আকাশ আজ আকাশ পাড়ে।
আর বুকের নীলে জমানো কালি,
তুমি হাসছো আমি জানি।
কিন্তু আমি অন্ধকার দেখছি চারিধার
বৃষ্টি ছাড়া তৃষ্ণা ,আকাশহীন মরুভূমি। 

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...