Friday, July 18, 2014

RISHI026@GMAIL.COM

ষড়যন্ত্র  C/O পৃথিবী
........... ঋষি

পৃথিবীর বাইরে বলে কিছু নেই
তুমি আমি সবাই এই গোলকের অদ্ভুত জীব।
হিংস্র বটে ,অহংকৃত বটে ,হাসছি বটে
আসলে আমরা কেউ কাঁদতে পারছি না।

চারপেয়ে আর দুপেয়ে তফাৎ, তফাৎ
কিছু নেই আর
সবুজ সভ্যতার ,লাল রং।
সভ্যতার দোলনায় দুলছে ভালমন্দের সাথে
কিন্তু আজকাল মনে হয় মন্দটাই বেশি,
মনে হয় মুখ থুবড়ে পরছে অন্ধকারে পৃথিবী।

নোংরা মাছের বাজারে বন্ধ হাঁড়িতে মাছগুলো
দমবন্ধ লাগে ,আর কত দিন মৃত্যুর অপেক্ষায়।
সময় পেরিয়ে যায় এক দিন ,দু দিন ,কিছু দিন
বদলায় না কিছু।
শুধু অন্যায় আর নিরুপায় আমরা
বাঁচতে থাকি আশায় আশায়।

পৃথিবীর মধ্যেও আজকাল কিছু নেই
তুমি ,আমি,সবাই শুধু দিনগুনি সুদিনের।
দিন আসছে আর চলে যাচ্ছে জীবন পাতায়
কিন্তু তফাৎ দিন আর প্রতিদিনের।   

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...