Thursday, July 17, 2014

RISHI026@GMAIL,COM

একটু স্পর্শ দিয়ে যা
............... ঋষি

কয়েকশো অভিমান বোতলবন্দী প্রেম
ধুঁয়ে মুছে কবিতার গায়ে আগুন।
আয় কবিতা স্পর্শ করে যা
আয় কবিতা আমাকে ভিজিয়ে যা।
আরেকটু একা কর আমায়
একটু কাঁদিয়ে যা।

কয়েকশো অধিকার অনাহুত আগুন
রক্তের ভিতরে হর্সপাওয়ারে জ্বলন্ত বাল্ব।
নিভে গিয়ে জ্বলে ওঠা লোডশেডিং
অধিকার জবাব দেও গড়িয়ে যাওয়া।
অবাঞ্চিত চেতনার আগুন
একটু পুড়িয়ে যা।

যারা বৃষ্টিতে ভিজেছিল আর ভেজেনি
যারা জড়িয়ে ধরেছিল আশাহীন।
তাদের কবিতার খাতায় আমার ছোপ
রক্তাক্ত দাগ সাদা পাতায়।
আমার কবিতা আরেকবার ,আবার
একটু স্পর্শ দিয়ে যা।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...