Friday, July 11, 2014

rishi026@gmail.com


সবাই জিততে চাই
................. ঋষি

বেশ কয়েকবার নিজেকে বলেছি।
আকাশের চাঁদ নেমে বার্সিলোনার সমুদ্রে
হাসছে ,পায়ে পায়ে ঘুরছে।
কাফে রীয়র স্টেডিয়াম ভরা যুদ্ধে
কেউ হারছে ,কেউ জিতছে।
সেটা কথা নয়
কিন্তু আসল কথা সবাই জিততে চাই।

জিততে চাই রেসকোর্সে
জিততে  চাই ইঁদুর দৌড়ে।
সকাল ,সন্ধ্যা ,মৃত্যু অবধি
অদৃশ্য এক রক্ত নদী।
রক্ত কিসের
রক্ত চেতনার ,রক্ত সম্পর্কের ,রক্ত মানবিকতার।
আসলে আমরা মানসিক প্রতিবন্ধী।

মানসিক প্রতিবন্ধী  আর পৃথিবী অ্যাশয়াল হোম
আমরা সবাই ছুটছি শুধু।
ছুটছি সময় ,ছুটছি আগুন ,ছুটছে সবাই অন্ধ পাগল
মাড়িয়ে যাচ্ছি বাঁচার মানে ,সবাই যে চাই অদলবদল।
বদল কিসের
বেশ কয়েকবার নিজেকে বলেছি
কিন্তু আসল কথা সবাই জিততে চাই।

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...