Aye Zindagi!!! Gale laga le...
Humne bhi tere har ek gam ko,
Gale se lagaya hai...
.
কিভাবে ডাকে জীবন আমায়
ঘরের দরজা খুলি ,খালি পায়ে পা বাড়াই পথের ওপারে ।
থমকে দাঁড়াই ,পায়ে অজস্রf শিকল ,অজস্র শিকড়
এক একটা যেন জন্মগাছ , বড় মায়া।
বড় মায়া
এই বেঁচে থাকায় ,অজস্র দহন।
.
সময় পুড়ে যায়
পুড়ে চলে স্মৃতির পাতায় প্রিয় মুখ ,প্রিয় চাহুনি।
আবার দরজা খুলি
গিয়ে দাঁড়ায় সময়ের ওপারে তোমার কাছে।
চিরস্থায়ী কোন নির্ভরশীলতার খোঁজ
কোনো অদূরে শুনতে পাওয়া জীবনের গলার শব্দ।
কে যেন ডাকে আমায়
প্রিয় কবিতা ,
প্রিয় শ্লোক
প্রিয় প্রেমিকা
প্রিয় জীবন
বোঝার আগেই দরজা বন্ধ হয়ে যায় প্রতিবার।
সেই ছেলেটা ফুটপাথ ঘেঁষে একলা দাঁড়িয়ে দেখে
পথের আসা যাওয়া।
জীবনকেও দেখে ক্রমশ দূরে যেতে
আরো দূরে ,দূরে কোথাও .........
তারপর আবার ফিরে আসা
জীবন সর্বদা দূরে চলে যায় ,মিশে যায় জীবনের গভীরে।
No comments:
Post a Comment