পালকেরা
....... ঋষি
=======================================
১
পালক ভেসে যায়
শহরের বুক জুড়ে ঝরতে থাকে পাখির পালকেরা।
নরম আবদারে পাখির বুকে গোলাপি ঢেউ
ঢেউ ভাঙে। ..
আসলে এখনো সময় পার করতে শেখে নি পাখিরা ......
২
পাখির খাঁচা
জানলা দিয়ে খুব দূরে দেখা সামাজিক বৈধতা।
ভেঙে যায় শহরের নোলক সামাজিক আদবকায়দায়
তারপর বিছানা ,বালিশে বাসি সিঁদুর।
আসলে পাখিরা এখনো খাঁচা ভাঙতে শেখে নি .....
৩
নরম শরীর
গোলাপি আদরগুলো অন্ধকারে মূল্য ধার্য করে।
গুলিয়ে ওঠে পিতৃত্ব প্রাগৈতিহাসিক সম্বল
পুরুষতান্ত্রিক দুর্গ।
পাখিরা এখনো সভ্যতা ভাঙতে শেখে নি ......
৪
পালকে স্বপ্ন
আকাশ থেকে ঝরতে থাকে শতাব্দীর পাখিদের ঢেউ।
দূরে কোথাও ,দূরে স্বপ্ন বন্দি ঘর
বাঘ .বন্দি শহরের চারদেয়ালে দমবন্ধ কালি।
আসলে পাখিরা স্বাভাবিক রীতি নির্ভর ........
No comments:
Post a Comment