Friday, November 2, 2018

বিদ্রোহ

বিদ্রোহ
..... ঋষি
============================================
একটাই প্রশ্ন ছিল। প্রেম ?
তারপর যদি কিছু বলতে হয় ,বলবো বিশ্বাস।
নিঃশব্দে ঝুলতে থাকা দুটো শরীর
কে যেন বলছিল ডেডবডি ,শব ,নিথর প্রকৃতি।
সব সত্যি ,সব মিথ্যা
আজকাল আর ভয় হয় না ভালোবাসি বলতে।
.
হাঁটতে চাই জ্যোৎস্নার পথে
হাত ধরে সভ্যতা শূন্য সভ্যতায় অজস্র মৃতদেহের ভিড়।
লুকোনো আতঙ্ক
আর ভয় করে না বলতে আয় তবে একসাথে পথ চলি।
সবুজ ঝাউবন ,বালুচরে পায়ের ছাপ
স্বাভাবিক হৃদয়ের উপর অজস্র কালো ছোপ।
কিন্তু আর ইচ্ছে করে না
পিছনে তাকাতে ,বাস্তিল দুর্গের সেই বিদ্রোহীকে দেখতে।
প্রেম আসলে একটা বিদ্রোহ নিজের ভিতর
আর বিশ্বাস সেই বিদ্রোহের আগুন।
আমি তুই সেই ফিনিক্স
যে শুধু হৃদয়ের ক্ষতগুলো পুড়িয়ে মরতে চায় ,
কিন্তু বাঁচা যে বিদ্রোহ এই সময়।
.
একটা প্রশ্ন ছিল।  জীবন ?
তারপর যদি কিছু বলতে হয়,বলবো নিঃশ্বাস।
নিঃশব্দে হেঁটে চলা সময়ের বুকে উপস্থিতি
কে যেন বলেছিল ভালো থাকাটা একটা প্রাপ্তি নিজের কাছে।
সব সত্যি ,সব মিথ্যা
আজকাল আর ভয় হয় না তোকে ভালোবাসতে।    

No comments:

Post a Comment

তোমাকে চাই

তুমি তুমি তুমি,শুধু তোমাকে চাই স্ক্রিনশটে নীল আকাশের মাঝে একবিন্দু জমি  শুধু তোমাকে চাই, আমার আগামী আগুনে ঘি দেওয়া মৃত্যুর মুহুর্তে একান্ত ত...