Monday, November 19, 2018

মিলন হবে কতদিনে

মিলন হবে কতদিনে
.............. ঋষি
==========================================
তুমি খুব সহজে গভীরতা দেও
চ্যাপ্টা নিশ্বাস পেরিয়ে খুব সহজে আসা যাওয়া।
নির্বিকার গায়েকি
স্টেজে দাঁড়িয়ে চিৎকার করি তোমার নিশ্বাস ছুঁয়ে গভীরে
আন্দোলনগুলো ছুঁয়ে চলে নিশীথ রাতে আলেয়া
দূরে খুব দূরে   .......
.
তোমার বিভাজন চিরে
অশ্লেষে নেমে আসে প্রশান্তি ,শিরদাঁড়া বেয়ে ছমছম।
এক চুমুকে পান করি সময়
এক মুহূর্তের নেশা ক্রমশ লীন করে নীরবে।
কার বেশি আরাম
জীবনে সমস্ত সুখ ছুঁয়ে নিরাভরণ আলাপন ক্রমশ চরম।
ঘাম ভেঙে চলে বুকে শিরায়
দাগ টানে অলীক কিছু পাওয়া।
তোমার ঠোঁটে গভীরে তখন কেমন একটা গরম স্রোত
চুষে খায় জংলী কোনো আয়না।
ঘুম ভাঙে
মধ্যরাতে লেগে থাকে কানের কাছে ফিস্ ফিস্।
.
তুমি খুব সহজে গভীরতা দেও
আসা যাওয়া পথের পাশে শুয়ে থাকে দিকভ্রান্ত কুটির।
কুটিরে জ্বলতে থাকা মাটির প্রদীপ
বুক পুড়ে যায় চারদিকে পোড়া নিয়মিত চাওয়া।
তবু স্টেজের উপর নির্বিকার গায়েকি
মিলন হবে কতদিনে  .....................


No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...