Monday, November 12, 2018

নির্বাসিত

নির্বাসিত
............ ঋষি
=============================================
শরীর দগ্ধ আগুনে
পুড়ে যাওয়া রাতদিন চামড়ার প্রতি আস্তরণে নির্বাসিত।
শব্দগুলো আত্নঘাতী মুহূর্তের ভাঁজে ভাঁজে
এক ফুল শয্যার অনবরত স্খলন ছিন্নভিন্ন ডোমের হাতে  প্রশান্তি।
শরীরটাকে ছুঁড়ে দেওয়া আগুনে
নির্বাসন কোনো আগুনের পাখি ,মৃত্যুতে জন্মাবার লোভ।
.
অশান্ত আগুন
আত্নহত্যার ডাইরিতে লেখা পাতায় ,পাতায় মৃত প্রান্তর।
নিরামিষ প্রেমের কবিতা
নিকোটিনের সখ্যতা ,বুকের ভিতর ক্রমাগত পোড়া ক্ষয়।
চড়া সময়ের বিক্রি হয়ে যাওয়া তোমার নুপুর
লজ্জার অন্তর্বাস।
শিশুপাঠ্য  বইয়ের পাতায়  জমতে থাকা অশ্লীলতা
মৃত্যুর কারিগর জীবনের বাধ্য বিলাসিতা।
জীবনের  রংমহল
নারীর বুকে লবনাক্ত নীলনদ
ক্রমশ প্রেমিক পুরুষের ঘামে ভেজা অতৃপ্তি,চিৎকার ,হাহাকার।
 এঁটো বীর্যের শ্লীলতার অন্ধকার কালি
কলম আমার নিষিদ্ধ সময়  মাখানো বীর্যপাত
প্রেম কি অশ্লীল নয়..?
.
শরীর দগ্ধ আগুনে
উলঙ্গ দেহে লজ্জার আবরণ শুধু পাঁচিল ভাঙা।
রাতের বিছানায় শুকিয়ে যাওয়া খড় ,কুঠো আগুন
বীর্যের দাগ স্পষ্ট অথচ নির্বাসিত।
সময়কে নির্বাসিত বলে ছুতে যাওয়া আগুনের বুকে
আঙ্গুলের ভাঁজে বিচ্ছেদের পার্থক্য। ...আগুনে পাখি।


No comments:

Post a Comment

তোমাকে চাই

তুমি তুমি তুমি,শুধু তোমাকে চাই স্ক্রিনশটে নীল আকাশের মাঝে একবিন্দু জমি  শুধু তোমাকে চাই, আমার আগামী আগুনে ঘি দেওয়া মৃত্যুর মুহুর্তে একান্ত ত...