Friday, November 16, 2018

কাঁচ ভাঙা

কাঁচ ভাঙা
........... ঋষি
===============================================
শেষমেশ শব্দদের রেখে যাবো
নিরিবিলি আনন্দের কথকতায় কার্বনের ছোপ।
তুমি বলো এখন দুঃখ কিসের ?
আকাশভাঙা খানিকটাও এই জীবনে ছোঁয়া সম্ভব।
তবু ঘুম ভাঙে বারংবার মাঝরাতে
যেন কোথায় কাঁচ ভেঙে পরে।
.
পায়ের দাগ থেকে যায়
হয়তো থেকে যায় লুকোনো ছুঁয়ে দেওয়া দাগগুলো।
ভিজে মাটির উপর এবার পাথরের স্ল্যাপ
তবু আজকাল পা স্লিপ খায়।
কোনো আকার থেকে নিরাকারে আটকে থাকা স্বপ্ন রেণু
গুঁড়ো গুঁড়ো হয়ে ঝরতে থাকে তোমার শহরে তখন বরফ
আর আমি বোবা কবিতায়।

.
এই ভাবে সময় বদলায়। বদলায় কারেন্সি বদলানোর দেশে
রাস্তাঘাট ,বাড়িঘর ,অনুষ্ঠানের রীতি রেওয়াজ
সময় বোধহয় আরো নগ্ন দর্শনে।
আসলে মানুষ কিছুতেই বোঝে না
দৃষ্টি আর দর্শনের তফাৎ।
যেমন ঈশ্বর ছুঁয়ে ,খুঁজে চলা প্রেম
শুধু বিভ্রম মানুষের মনে।
.
শেষমেশ শব্দদের রেখে যাবো
যেমন রেখে যাবো তোমার  বুকের ভাঁজে  সেই তিলটা
যাকে আমি আদর বলে ডাকি।
 আকাশ ভাঙার খানিটা স্পর্ধা বিদ্রোহ এই সময়সীমায়
তবু ঘুম ভ্যাগে মাঝ রাতে বারংবার
আর কোথাও যেন কাঁচ ভেঙে পরে আগামীর।

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...