Friday, November 30, 2018

কবিতার আঁতুড়ঘর


কবিতার আঁতুড়ঘর
....ঋষি
===========================================
খঁজে চলেছি কবিতা
পাচ্ছি না কিছুতেই সকাল ,বিকেল আমার শহরে।
এমনকি কিছুতেই বুঝতে পারছি না আমার প্রিয় কবিকে
তাকেও পাচ্ছি না,তার বইটাও  কিছুতেই।
বুক কেস তন্ন তন্ন ,তন্ন তন্ন বুকের ক্যাবিনেট
খুঁজছি সেই শব্দগুলোকে।
.
আজকাল যখন লিখি কেমন একটা পাগলামি আসে
পাতায় পাতায় শুধু জীবন হাঁটতে থাকে।
অথচ জীবনের প্রতীক বেঁচে থাকা যে ঘেঁটে ঘ
পারি না টানতে।
হেঁটে  চলতে থাকি  শহর জুড়ে পায়চারি
হঠাৎ কেউ পথ চলতি প্রশ্ন করে " কি লেখেন বলুন তো মশাই "
কি পান লিখে ?
খিস্তি আসে আটকে যায়
কারণ ভদ্রলোকের মুখ মিষ্টি থাকে খিস্তি নয়।
প্রেম ,প্রাপ্তি ,লোভ ,বিষন্নতা সব অনুভবে
তবু যে সময়ের দংশন ,তাই তো কবিতা।
.
খুঁজে পাচ্ছি না কবিতা
পাচ্ছি না কিছুতেই পাড়াপড়শি ,অকবিতার আঁতুড়ঘরে।
এমনকি কিছুতেই বুঝতে পারছি না আমার প্রিয় কবিতাকে
কি ভাবে লিখলেন ঈশ্বর ভদ্রলোক এমন করে।
নৈতিক যাপন তন্ন তন্ন করে খোঁজা জীবন
বুকের আঁতুড়ঘরে যন্ত্রনাগুলো যে কবিতা।  

No comments:

Post a Comment

তোমাকে চাই

তুমি তুমি তুমি,শুধু তোমাকে চাই স্ক্রিনশটে নীল আকাশের মাঝে একবিন্দু জমি  শুধু তোমাকে চাই, আমার আগামী আগুনে ঘি দেওয়া মৃত্যুর মুহুর্তে একান্ত ত...