Friday, November 30, 2018

হে মহাজীবন


হে মহাজীবন
.............. ঋষি
============================================
হাত নাড়াই
দূরে সরে যেতে থাকে খবরের পাতা ,একটা মৃত্যু।
হে মহাজীবন
এই মৃত্যুতে আমার শোক নেই ,আছে ঘৃণা সময়ের প্রতি।
প্রতিটি দুর্ভেদ্য অন্ধকারে আলোর দিশা
সময় শেষ হলেই তো মানুষের বাঁচার লোভ বাড়ে।
.
আধা অন্ধকার ,সিগারেটের লাল আলো
বিষন্নতায় লেগে শহরের লুকোনো পাপ ,বেশ্যা পল্লী ,জঞ্জাল।
বিদায়
শহরের সবচেয়ে উঁচু পাথরের ঘরের সাজানো সংসার।
কাঁচের গ্লাস
ঠোঁটের কিনারায় নেশার লাল শরীর ছুঁয়ে খোঁজে রাত পরী।
হাততালি দিতে থাকে সময়ের বালিঘড়ি
ক্রমশ শেষ হতে থাকা জীবনের চুলগুলো সাদা কালো।
মানুষগুলো মৃত্যু ছুঁয়ে প্রতিদিন পুড়ছে
আর বাঁচছে অন্ধকার এই শহরে।
শীতের কুয়াশা
সকালের কান পেতে শোনা আবছা কিছু শব্দ ,স্মৃতি।
অনবরত স্খলন বেকার বীর্য
দেওয়াল ঘড়িতে ছুঁয়ে থাকা চেনা চারদেওয়াল
ভ্যানিশ ছাদ, পায়ের তলার  মাটি।
.
হাত নাড়াই
হারিয়ে যেতে চাই দূরে খুঁজে পাওয়া একলা হাইওয়েতে।
হে মহাজীবন
এই মৃত্যুতে আমার কোন পিপাসা নেই ,পিপাসা একলা থাকায়।
প্রতিটা আলোর দিশা খুঁজে চলা ঈশ্বর কণা
নির্বিকার মানুষের বাঁচা ,গভীর আশ্রয়।  

No comments:

Post a Comment

তোমাকে চাই

তুমি তুমি তুমি,শুধু তোমাকে চাই স্ক্রিনশটে নীল আকাশের মাঝে একবিন্দু জমি  শুধু তোমাকে চাই, আমার আগামী আগুনে ঘি দেওয়া মৃত্যুর মুহুর্তে একান্ত ত...