ধোঁয়ার শহর
........... ঋষি
============================================
এত ধোঁয়া চারিপাশে
চোখ জ্বালা করে, জীবন পেরিয়ে সাদা ঘোড়া দৌড়ায়।
স্বপ্নে দেখা সেই সেই নীল জলাশয়ে
বিস্ময় পদ্ম ,রঙিন মৌমাছি ,আদরের রামধনু ,সব মিথ্যা।
শুধু সত্যিটুকুও যে বড় অজানা আমার ........
.
তুমি হাসতে পারো
হাসতেই পারো সময়ের আয়নায় আমায় দেখে।
কি এসে যায়
জীবন পেরিয়ে সাদা ঘোড়া আমাদের নিয়ে যেতে পারবে না
অন্য জীবনে।
কখনো মেঘ হয় ,রোদেলা বিকেল চুমু খায় শীতের সন্ধ্যে
দূরে কোথাও বেজে ওঠে গৃহস্থের শাঁখ
তুলসীগাছে প্রদীপ ,,,না দেখতে পাই না আমি এই শহরে
সাজানো উঠোনে আলোয় মেশানো সুখ।
কখনো যাব আমি তোমার কাছে
তোমার শহরের সব আগুন তখন আমার বুকে
ঘোড়া দৌড়োবে ,সাদা ঘোড়া।
.
এত ধোঁয়া চারিপাশে
অন্ধ ,বোবা সময় শহরের স্কেলিটনে বিমর্ষ মুখ।
আর স্বপ্ন দেখতে ইচ্ছে করে না
বড় বিরক্ত লাগে সাজানো বাগানে ,কৃত্রিম গন্ধে।
শুধু সত্যিটুকু জানলেও ,বারংবার জানতে.......
........... ঋষি
============================================
এত ধোঁয়া চারিপাশে
চোখ জ্বালা করে, জীবন পেরিয়ে সাদা ঘোড়া দৌড়ায়।
স্বপ্নে দেখা সেই সেই নীল জলাশয়ে
বিস্ময় পদ্ম ,রঙিন মৌমাছি ,আদরের রামধনু ,সব মিথ্যা।
শুধু সত্যিটুকুও যে বড় অজানা আমার ........
.
তুমি হাসতে পারো
হাসতেই পারো সময়ের আয়নায় আমায় দেখে।
কি এসে যায়
জীবন পেরিয়ে সাদা ঘোড়া আমাদের নিয়ে যেতে পারবে না
অন্য জীবনে।
কখনো মেঘ হয় ,রোদেলা বিকেল চুমু খায় শীতের সন্ধ্যে
দূরে কোথাও বেজে ওঠে গৃহস্থের শাঁখ
তুলসীগাছে প্রদীপ ,,,না দেখতে পাই না আমি এই শহরে
সাজানো উঠোনে আলোয় মেশানো সুখ।
কখনো যাব আমি তোমার কাছে
তোমার শহরের সব আগুন তখন আমার বুকে
ঘোড়া দৌড়োবে ,সাদা ঘোড়া।
.
এত ধোঁয়া চারিপাশে
অন্ধ ,বোবা সময় শহরের স্কেলিটনে বিমর্ষ মুখ।
আর স্বপ্ন দেখতে ইচ্ছে করে না
বড় বিরক্ত লাগে সাজানো বাগানে ,কৃত্রিম গন্ধে।
শুধু সত্যিটুকু জানলেও ,বারংবার জানতে.......
No comments:
Post a Comment