বেড়ালের নখ
....... ঋষি
=======================================
বেড়ালের লোম লেগে আছে
খুব সাবধানে হাঁটি হাঁটি পা পা কার্নিশে ছুঁয়ে নীরবতা।
আবছা হতে থাকা সময়ের হাঁকডাক
কিছু পবিত্র স্বর কানের পর্দায় আরো বেশি বিষণ্ণ
শহর ছুঁয়েছে বার্ধক্যে ,অন্তরে আসীন।
.
মৃত্যুকে প্রশ্ন করতে ইচ্ছে করে
বয়স কত।
অলঙ্ঘিত শিমা ভেঙে দাঁড় করানো বিষয়আসয় পৈতৃক
প্রথম পুরুষ নীরবে বিড়ালের ভূমিকায়।
তারপর দাঁড়িয়ে বিপ্লব
ভাঙা রাস্তায় পথ চলা ,তখনও শহর জন্মায় নি।
অনিয়ন্ত্রিত লিলিথের সঙ্গমে আগের কথা
যখন শয়তান শুয়ে গভীর মাটিতে জন্মের অপেক্ষায়।
একরাশ কালো কালো অক্ষরে জীবনযাপন
ঘুমিয়ে আছে সভ্যতা লুকোনো অন্তরে।
.
বেড়ালের শিরদাঁড়া বেয়ে হিসহিস করছে
লুকোনো সঙ্গমের কিছু অধিবাস।
কবিতার কালিতে শুকিয়ে যাওয়া দীর্ঘশ্বাস
মানুষ শুধু মানুষ খুঁজছে।
আর বিপ্লব মৃত শহর আমার মতো শুয়ে আছে
পিচ রাস্তার শুকনো জৌলুসে।
....... ঋষি
=======================================
বেড়ালের লোম লেগে আছে
খুব সাবধানে হাঁটি হাঁটি পা পা কার্নিশে ছুঁয়ে নীরবতা।
আবছা হতে থাকা সময়ের হাঁকডাক
কিছু পবিত্র স্বর কানের পর্দায় আরো বেশি বিষণ্ণ
শহর ছুঁয়েছে বার্ধক্যে ,অন্তরে আসীন।
.
মৃত্যুকে প্রশ্ন করতে ইচ্ছে করে
বয়স কত।
অলঙ্ঘিত শিমা ভেঙে দাঁড় করানো বিষয়আসয় পৈতৃক
প্রথম পুরুষ নীরবে বিড়ালের ভূমিকায়।
তারপর দাঁড়িয়ে বিপ্লব
ভাঙা রাস্তায় পথ চলা ,তখনও শহর জন্মায় নি।
অনিয়ন্ত্রিত লিলিথের সঙ্গমে আগের কথা
যখন শয়তান শুয়ে গভীর মাটিতে জন্মের অপেক্ষায়।
একরাশ কালো কালো অক্ষরে জীবনযাপন
ঘুমিয়ে আছে সভ্যতা লুকোনো অন্তরে।
.
বেড়ালের শিরদাঁড়া বেয়ে হিসহিস করছে
লুকোনো সঙ্গমের কিছু অধিবাস।
কবিতার কালিতে শুকিয়ে যাওয়া দীর্ঘশ্বাস
মানুষ শুধু মানুষ খুঁজছে।
আর বিপ্লব মৃত শহর আমার মতো শুয়ে আছে
পিচ রাস্তার শুকনো জৌলুসে।
No comments:
Post a Comment