Thursday, November 29, 2018

জুতো


জুতো
.............. ঋষি
==============================================
ছোটবেলার হারানো জুতো
খুঁজে চলা জীবনভর জুতোর মাপে জীবন।
আসলে কারোর কারোর কাছে জীবন খোঁজাটা একটা স্বপ্ন
স্বপ্ন কোনো বিশাল সমুদ্রে পার খুঁজতে থাকা।
আর জুতো
আজও পিছনে  পরে রক্তমাখা পায়ের ছাপ।
.
সময় হারানোটা শোক নয়
কখনো কখনো বন ময়ূরীরী পালকে লেগে থাকা অকৃত্রিম আদর।
হাওয়ার ধাক্কায় অনেকটা পিছিয়ে ছেলেবেলা
টলমল পায়ে উঠে দাঁড়ানোর কখনো বা অধিকার।
কিন্তু এক শোক বুকের মাঝে
আজীবন জীবন পাঁচিলে চিৎকার অধিকার সময়চিত।
আজীবন বুকের বারান্দায় খুঁজে চলা পথ
খালি পায়ে।
এক জীবন থেকে চলন্তিকা তোকে ছোঁয়ার লোভ
লোভ জুতো পায়ে হেঁটে চলা অধিকার।
.
ছোটবেলায় হারানো জুতো
খুঁজে চলা সম্বলে অজস্র জুতোর ছাপ আমার বুকে।
আসলে কারোর কারোর কাছে অধিকার শব্দটা নিরিবিলি আয়নায়
দুঃস্বপ্নে জেগে শোনা বাঁচার শব্দ।
আর জুতো
সে তো আজও খুঁজছে সম্বল অন্য অধিকারে।  

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...