সংকল্প
................... ঋষি
============================================
চুপটি করে রাখা কিছু সংকল্প
জুটে যাওয়া জীবনের মানে অজানা হৃদয়ের গলিতে।
দূরত্ব পেরিয়ে অনেক বছর পরে
যদি হঠাৎ দেখা হয়ে যায়।
দেখা হয়ে যায় সেই ধান সিঁড়িটির তীরে
বনলতা কিংবা চলন্তিকা হয়ে।
.
সংকল্পরা এমনি হয়
অনেক বছরের ফুরিয়ে যাওয়া নটে গাছ জীবিত তখন।
কেউ কি ভেবে দেখেছে কখনো
অন্ধকার শেষে আলো দেখার লোভ।
শহরের এক্কাদোক্কা ,সাহেব বিবি গোলাম পেরিয়ে
নিজের আয়নায় মুখ।
অদ্ভুত এক পীড়নে সময়ের আঁকিবুঁকি
সময়ের বারান্দা জুড়ে নিষেধের ভিড়।
ভেবে দেখেছো কখনো
সময়ের কাঁধে মুখ লোকানো কান্না।
চোখের জলের মানে
ভালো থাকার প্রচেষ্টা বোঝে না বোকা সময়।
.
চুপটি করে রাখা সংকল্প
ঝুপ করে নেমে আসে অন্ধকার মনখারাপের।
খারাপগুলো সব এমনি মনে
শুধু আনন্দের খোঁজে দৌড়ে বেড়ায় দূরে কোথাও।
দেখা হবার সংকল্প হয়তো হাজারো বছরের পথ
চোখে চোখ ক্লান্তিতে লুকোনো জীবনে।
................... ঋষি
============================================
চুপটি করে রাখা কিছু সংকল্প
জুটে যাওয়া জীবনের মানে অজানা হৃদয়ের গলিতে।
দূরত্ব পেরিয়ে অনেক বছর পরে
যদি হঠাৎ দেখা হয়ে যায়।
দেখা হয়ে যায় সেই ধান সিঁড়িটির তীরে
বনলতা কিংবা চলন্তিকা হয়ে।
.
সংকল্পরা এমনি হয়
অনেক বছরের ফুরিয়ে যাওয়া নটে গাছ জীবিত তখন।
কেউ কি ভেবে দেখেছে কখনো
অন্ধকার শেষে আলো দেখার লোভ।
শহরের এক্কাদোক্কা ,সাহেব বিবি গোলাম পেরিয়ে
নিজের আয়নায় মুখ।
অদ্ভুত এক পীড়নে সময়ের আঁকিবুঁকি
সময়ের বারান্দা জুড়ে নিষেধের ভিড়।
ভেবে দেখেছো কখনো
সময়ের কাঁধে মুখ লোকানো কান্না।
চোখের জলের মানে
ভালো থাকার প্রচেষ্টা বোঝে না বোকা সময়।
.
চুপটি করে রাখা সংকল্প
ঝুপ করে নেমে আসে অন্ধকার মনখারাপের।
খারাপগুলো সব এমনি মনে
শুধু আনন্দের খোঁজে দৌড়ে বেড়ায় দূরে কোথাও।
দেখা হবার সংকল্প হয়তো হাজারো বছরের পথ
চোখে চোখ ক্লান্তিতে লুকোনো জীবনে।
No comments:
Post a Comment