Thursday, November 29, 2018

অর্গ্যানিজম

অর্গ্যানিজম
.............. ঋষি
=========================================
গুঁটিবুক ছেড়ে প্রজাপতি ওড়ে
আকাশের বুক ঢেকে যায় অন্য মানুষে।
তারা বেরিয়ে আসে '
অর্গ্যানিজমের মতো ক্রমশ কেমন যেন ছড়ানো মায়া।
মানুষের জন্মগুলো মানুষের গভীরে
কেমন যেন দাগ রেখে যায়।
.
খুব তাড়াহুড়ো
এনসাইক্লোপিডিয়া  সার্ভেতে মানুষের আগুন জ্বলে বুকে।
নগ্নতায় জড়ানো পশুর চামড়া
হাতের নখে কাঁচা রক্ত।
চাকা ,সভ্যতা পেরিয়ে মানুষ উঠে দাঁড়ায়
ঠেলা দেয় সামনের মানুষকে ,পিঠে  ছুরি  মারে।
ইভের পেতে জন্মায় বিষফল
আজন্মের পাপ  বয়ে চলে সভ্যতা।
বারুদের গন্ধে টুকরো টুকরো মাটি
খুঁজতে থাকে পুরোনো সভ্যতাকে।
.
বিশাল আকাশের বুক ছিঁড়ে ক্রমশ সমুদ্র
ছোট কাঁচের বাক্সে মাছের সংসার।
চুমুর সভ্যতা পেরিয়ে অজানা লেহন
কখন যেন ফিউস বাল্বটাকের ধর্ষিত মনে হয়।
মানুষের জন্মগুলো মানুষ পেরিয়ে
কখন যেন সময় লেখে তলোয়ারের নখে।

No comments:

Post a Comment

তোমাকে চাই

তুমি তুমি তুমি,শুধু তোমাকে চাই স্ক্রিনশটে নীল আকাশের মাঝে একবিন্দু জমি  শুধু তোমাকে চাই, আমার আগামী আগুনে ঘি দেওয়া মৃত্যুর মুহুর্তে একান্ত ত...