এই সময়
................... ঋষি
=======================================
আজকাল ফোনালাপে ঢুকে পরে সময়
ভিতর ভিতর হাঁড়িকুঁড়ি বাসনকোসন ,খসখসে শব্দরা।
আমিও ঈশ্বরের ভূমিকায়
তথাস্তূ বলতে চাই।
বলা হয় না .........
.
আলো নিভে যায়
দর্শক আসনে অন্ধকারে কানাকানি। ড্রপস্কিনে অনিচ্ছা।
হঠাৎ পর্দা ওঠে চলন্তিকা তাকিয়ে ফ্যালফ্যাল করে
দর্শক আসনে হাততালি।
অদ্ভুত বুকের পাঁজর ভাঙা অনবরত স্খলন
ঝরে পড়তে থাকা অনুভূতি।
লাল নীল ফুলদানিতে সাজানো হরেকরেকম্বা
এই কোনো সময়ে দাঁড়িয়ে আমরা।
চিৎকাররা নিস্তব্ধে কখন যেন দৈনন্দিন হয়ে যায়
এই অবেলায় লোকানো কিছু না পাওয়ায়।
আসলে সত্যিরা বড় বেশি লুকোনো হয়
লুকোনো হয় ইচ্ছার মনের ফাঁকে।
.
আজকাল ফোনালাপে ঢুকে পরে সময়
ভিতর ভিতর ভাঙতে থাকা দুর্যোগের শহর ডুবে যায়।
আমি ঈশ্বরের ভূমিকায়
তথাস্তূ বলা হয় না।
শুধু বলা হয় এই সময় .........
................... ঋষি
=======================================
আজকাল ফোনালাপে ঢুকে পরে সময়
ভিতর ভিতর হাঁড়িকুঁড়ি বাসনকোসন ,খসখসে শব্দরা।
আমিও ঈশ্বরের ভূমিকায়
তথাস্তূ বলতে চাই।
বলা হয় না .........
.
আলো নিভে যায়
দর্শক আসনে অন্ধকারে কানাকানি। ড্রপস্কিনে অনিচ্ছা।
হঠাৎ পর্দা ওঠে চলন্তিকা তাকিয়ে ফ্যালফ্যাল করে
দর্শক আসনে হাততালি।
অদ্ভুত বুকের পাঁজর ভাঙা অনবরত স্খলন
ঝরে পড়তে থাকা অনুভূতি।
লাল নীল ফুলদানিতে সাজানো হরেকরেকম্বা
এই কোনো সময়ে দাঁড়িয়ে আমরা।
চিৎকাররা নিস্তব্ধে কখন যেন দৈনন্দিন হয়ে যায়
এই অবেলায় লোকানো কিছু না পাওয়ায়।
আসলে সত্যিরা বড় বেশি লুকোনো হয়
লুকোনো হয় ইচ্ছার মনের ফাঁকে।
.
আজকাল ফোনালাপে ঢুকে পরে সময়
ভিতর ভিতর ভাঙতে থাকা দুর্যোগের শহর ডুবে যায়।
আমি ঈশ্বরের ভূমিকায়
তথাস্তূ বলা হয় না।
শুধু বলা হয় এই সময় .........
No comments:
Post a Comment