Sunday, November 11, 2018

শেষ Kotha

শেষ Kotha
... ঋষি
=====================================
এটা কি টু ফোর ফোর। ...

বেলা বোস শুনতে পাচ্ছে কই ?

এক ভদ্রমহিলা অনবরত বলে চলেন

ইস রাস্তেকে সভি লাইনে অভি ব্যাস্ত হ্যা...

আর সেই প্রেমিক শুধু অপেক্ষায়।

.

শুরু থেকে  বিকেল ফুরিয়ে চলা

বেলা বোস নিজের রাস্তায় অনেকটা পথ।

চোখের কাজলে সেই কলকাতা আঁকা

আঁকা পথে চুরি হয়ে যাওয়া সময়ের ভিড়।

কি বেলা বোস

কি খুঁজছো ? সময় ? দূরত্ব ? দুর্বলতা ?

অনবরত ক্ষরণ থেকে বেরিয়ে আসে সময়ের কলঙ্ক

দিন এমনি কেটে যায় প্রতিদিনে।

নিয়মিত অফিসের গেট ,ফ্রেন্ড গ্যাদারিং ,দুচার পেগ কথা

বেশ না বেলা বোস

এইভাবে ক্রমশ দূরে সরতে থাকা।

.

চেয়ার বদল ,বালিশ বদল ,বদল সভ্যতার আলোতে

ক্রমশ পুরোনো অঞ্জন আজও গিটার হাতে

পুরোনো গিটার।

আজ অপেক্ষায় খোঁজে গলার স্বর

বেলা বোস তুমি শুনতে পারছো কি ?

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...