Monday, December 2, 2013

RISHI026@GMAIL.COM



### " প্রয়োজনীয় " ###
লেখক : ঋষি
******************************
প্রয়োজন ছিল , আছে আর থাকবে
তবু সেই এক কথা।
নদীর জলে যদি জোয়ার লাগে
তবে বলবে প্রেম জাগলো প্রাণে।
কিন্তু ভাটায় ,মৃত্যু
তাও কি হয় ?

সকালের আলোয় অন্ধকার নিভলে
আলোর জয়,
কিন্তু অন্ধকার তাই বলে কারো নয়।
জীবন যুদ্ধে পরাজিত প্রাণ
হারানোর কথা।
আর যদি নতুন প্রাণ আসে
তবে কেন জগৎ হাসে।
তাও কি হয় ?

তুমি বলবে তাই প্রয়োজন
না হলে প্রয়োজন নেই ,একি ইচ্ছা নাকি।
ইচ্ছা যদি করতে হয় ,
আমায় কারো।
আর প্রয়োজনটা না হয়ে ছেড়ে রাখো
অপ্রয়োজনীয় জঞ্জালে।
********************************

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...