Monday, December 16, 2013

RISHI026@GMAIL.COM


বিদায়কালীন
লেখক : ঋষি

মন বিদায় কাকে বলে আমি জানি না
তোমার সহাস্য মুখে কোলকাতার কলরব।
লেগে থাকে দিবা রাত্রির কাব্য
আমি ধ্বংস বুঝি না ,বুঝি স্বপ্ন সৃষ্টিতে।
আমি মুগ্ধ হয়ে বসে থাকি শহরের ফুটপাথে
জানো মন আমি দেখতে থাকি তোমায়।

খোলা চিঠির মত তুমি বলো বিদায়ের চিঠি
আর আমি চিঠি আগলে রাখি চোখের পাতায়।
প্রতি পাতায় তোমার স্পর্শ ,তোমার গন্ধ
আমি খুঁজে পায় তোমায় কলকাতার আনাচেকানাচে।
অলিগলি ঘুরে রৌদ্র বৃষ্টিতে তোমায়
চোখের জলে।

আজ কলকাতার মন ভালো নেই
তুমি কেমন আছো  মন।
আজ কেন মৃদু অগরুর গন্ধ কলকাতার আকাশে
আজ চুপ করে কেন মন।
বলো তুমি বলো চলে যাবার কথা
আর দেও আমায় বিদায় ব্যাথা।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...