Wednesday, December 18, 2013

RISHI026@GMAIL.COM


............ শান্তির আহ্বান
লেখক : ঋষি

একটু স্তব্ধতা ছিল সেখানে
মাটির নিচে পোঁতা হাড়গোড় সভ্যতার মৃত্যু।
হাতে ধরা কলমের গোড়ায় শুকনো রক্তের আঁচর
বোধ হয় গণতন্ত্র ছিল সেখানে।
হাত বাড়িয়ে খোলা আকাশে জীর্ণ অন্ধকার
আর মাটির তলায় পোঁতা সংবিধানের সুসভ্য ধারাগুলো
বোধ হয় গণ কবর ছিল সেখানে।

চোখ খুলে সামনে দেখি নগ্ন কিশোরী ,নগ্ন মাতা ,নগ্ন শিশু
সভ্যতার পতাকায় পোঁতা  বিবেক।
এক গুচ্ছ প্যাপিরাসের ভগ্ন সভ্য লিপি
সব মিলিয়ে অনাহারে থাকা পেটের চাহিদা।
সারা বিশ্বের আকাশে আজ গণকবর
আর অসহায় আমি মাটির নিচে।

মৃত্যুর পরে ,মৃত্যুর আগে এক হাহাকার ধ্বনি
শান্তি দেও ,শান্তি দেও ,শান্তি দেও।
আমার কঙ্কালে জড়ানো ,আমার কবিতা
গণতন্ত্রের চেতনায় জাগানো সোনালী আলো।
একটা দিন ,একটা স্বপ্ন
এক অমর  শান্তির আমার বিশ্ব।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...