Thursday, December 12, 2013

RISHI026@GMAIL.COM


প্রয়োজন নেই
>>> ঋষি

তার আসার কথা ছিল
কিন্তু সে এলো না।
পথের উপর হৃদয়ের চাপা ঘাস
সোনালী রৌদ্রে অনন্ত আকাশ।
শুধু একটা প্রশ্ন করে
কেন সে এলো না
আমি ভাবি প্রয়োজন নেই।

প্রয়োজন নেই প্রয়োজেন নেই
শব্দহীন বিশ্বাস,প্রেমের আঘাত।

কি প্রয়োজন
নিস্তব্ধ পৃথিবী ,রক্তাক্ত স্মৃতি।
যে আসে নি ,সে আসে নি
কি আসে যায় প্রয়োজন নেই।

কিছুটা স্বার্থ আর মুখোশ চাই
কিছুটা ব্যর্থ ,আর কষ্ট চাই।
সে হোক
কিন্তু প্রয়োজন নেই তার আসার।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...