Saturday, December 7, 2013

RISHI026@GMAIL.COM


### " নিস্তব্ধ অহংকার " ###
লেখক : ঋষি
******************************
সকালে চোখ খুলে যা দেখি
তা তুমি।
রাত্রে বন্ধ চোখে যা আসে
সে তুমি।

আকাশে বিকেলের নীল ছিঁড়ে
তাকিয়ে দেখি একটা মুখ
সেও তুমি।

যেদিন বৃষ্টি হয় ,যেদিন হয় না
সকাল থেকে ফোস্কা রৌদ্রে আমি ঘুরি।
একটু তৃষ্ণা ,এক পেয়ালা চা
সিগারেটের হৃদয়  পোড়ানো ধোঁয়ায়।
কি করো তুমি ?

অনিদ্রার বেড়াজালে জড়ানো স্বপ্ন মায়ায়
দুকুল ছাপিয়ে ওঠে হৃদয়ের লাল জল ,
ঘোলা হয় ,শব্দ হয়
আর তখনি ,
সম্পূর্ণ নিস্তব্ধ তুমি।
********************************

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...