Friday, December 20, 2013

RISHI026@GMAIL.COM


প্রেম কোথায় ?
লেখক : ঋষি

অনিদ্রার চোখে লেগে থাকা জিজ্ঞাসা
চোখের পাতা ছুয়ে আগুনের গোলক
বড্ড ঠান্ডা লাগছে  ,,,  তুমি বলেছিলে।

আমি হীন ,আমার পুরুষত্বের জানলায়
তুমি ঠোঁট রেখে ছুয়ে দিলে
একটা চুমু।

আচ্ছা কামাছন্ন   ও চোখে আমি মৃত্যু দেখেছি
গভীর টান ,গভীর থেকে গভীরে একটা প্রশ্ন।
ও চোখে জিজ্ঞাসা কিসের ?
এমন হয় না কখনো
খোলাবুকে অর্ধবৃত্তাকারে জোড়া চাঁদ
কিন্তু জোত্স্না কোথায় ?

আমার লোমশ বুকের ভিতরে
এক অরণ্য ,সে অরণ্যে মুখ লুকিয়ে
মুখ তুলে চাও তুমি ,,,কিন্তু প্রশ্নটা থেকে যায়।
প্রেম কোথায় ?

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...