Friday, December 20, 2013

RISHI026@GMAIL.COM


প্রেম কোথায় ?
লেখক : ঋষি

অনিদ্রার চোখে লেগে থাকা জিজ্ঞাসা
চোখের পাতা ছুয়ে আগুনের গোলক
বড্ড ঠান্ডা লাগছে  ,,,  তুমি বলেছিলে।

আমি হীন ,আমার পুরুষত্বের জানলায়
তুমি ঠোঁট রেখে ছুয়ে দিলে
একটা চুমু।

আচ্ছা কামাছন্ন   ও চোখে আমি মৃত্যু দেখেছি
গভীর টান ,গভীর থেকে গভীরে একটা প্রশ্ন।
ও চোখে জিজ্ঞাসা কিসের ?
এমন হয় না কখনো
খোলাবুকে অর্ধবৃত্তাকারে জোড়া চাঁদ
কিন্তু জোত্স্না কোথায় ?

আমার লোমশ বুকের ভিতরে
এক অরণ্য ,সে অরণ্যে মুখ লুকিয়ে
মুখ তুলে চাও তুমি ,,,কিন্তু প্রশ্নটা থেকে যায়।
প্রেম কোথায় ?

No comments:

Post a Comment

এলিয়েনেশন

বোধহয় এক তরফা এলিয়েনেশন চোখের বিষন্নতায় ডিমলাইটের নিস্তব্ধ আস্তানা নেমে আসছে দ্রুত এই কবিতা কৃত্রিম আলোর নিচে হলুদ ট্যাক্সি ফেরা আর না ফেরা...