Thursday, December 19, 2013

RISHI026@GMAIL.COM


.........পাশাপাশি
লেখক : ঋষি

বহুসময় ধরে পাশাপাশি আকাশ আর বাতাসে
মেশানো এক সমুদ্র আমি আর তুমি।
কিন্তু যখন সকাল আসে
তখন আর মায়া থাকে না ,থাকে না তোমার ছায়া ,
এক চেনা শরীরে ,অচেনার আত্মার পাশে আমি।

কতকিছু তো করার ছিল
বৃষ্টিভেজা মাটির গন্ধে মাতোয়ারা এই প্রেম।
এক বিশাল আকাশে ঘুড়ির মত ওড়ার ছিল
কিছুক্ষণ সেতু বাঁধা দৃষ্টিতে
তোমায় জড়িয়ে রূপকথায় যাওয়ার ছিল,
তোমাকে বলার ছিল কতকিছু।

জোত্স্নার গন্ধে আমাদের বালিমাখা প্রেম
গড়াগড়ি যায় বিছানার চাদরে।
তোমার চুল ছুঁয়ে যায় চোখের পাতায়
হৃদয় ছুঁয়ে থাকে মায়াবী অস্তিত্ব।
তখন তো সব থাকে নিস্তব্ধ পৃথিবীতে
আমি তুমি পাশাপাশি এক সচ্ছ আঁচল।

কিন্তু আবার সকাল আসে
আজকাল বড় অচেনা লাগে নিজেকে।
তোমার আয়নায় ,চেনা আয়নায়
অচেনা তোমাকে এক সমুদ্র
অচেনা ঢেউয়ের আড়ালে।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...