Saturday, December 7, 2013

RISHI026@GMAIL.COM


জীবন > শুরু আর শেষ
লেখক : ঋষি
*****************************
কয়েক গজ স্বপ্নের দড়ি খেলায়
এপার আর ওপার দুপারেই আমি।
বিব্রত এই পুতুল খেলায়
পুতুল আর খেলুড়ে দুজনেই  আমি.

আকাশের চাঁদ বাতাসের গায়ে
জারিজুরি করে জড়িয়ে ধরে।
সে পূন্যতা না শুন্যতা
উত্তর হারিয়ে ফেলে।

অন্ধকারে পেঁচার ডাক
সময় বলে থমকে যাক।
আমি বলি জীবন তো আছে
আলোর মাঝে হারিয়ে যাক।

কয়েক শত শব্দ পাহাড়
কাগজ কলমে সভ্যতা আড়াল।
হাঁটি হাঁটি পা ,সময় তো যা
যা জীবন তুই কেটে যা।

কয়েক গজ মাটি ,আগুনের সাধ
যেমন খুশি হারিয়ে যাক.
আমার জীবন তৃপ্ত তাতে
বৈরাগী সুর গেয়ে যা।
*****************************

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...