Thursday, December 12, 2013

RISHI026@GMAIL.COM


একলা আকাশ
>>> ঋষি

তোমাকে খুঁজতে খুঁজতে পথের ধারে
এক আলো আমি দেখেছিলাম
জোত্স্না রাতে এক নদী।
কুলকুল শব্দে বয়ে গেছিল হৃদয়ে
কিন্তু কি জানো,
নদী মোহনায় আমি হারিয়ে ফেল্লাম তোমায়
আর এক জোত্স্না রাতে।

সেই মধুর যে বাঁশি বেজেছিল সেদিন
তা কিন্তু আজও বাজে।
করুন এক অন্ধকার মিলনের সুর
তা এখন অন্ধকার আকাশে মুক্তির চাঁদ।
আমায় ডাকে আয় ,আয় ,আয়
আমাকে একটু স্পর্শ করে যা।
এখন আর জোত্স্না আমায় ভেজায় না
ভেজায় চোখের জল ,
এখন আর নদী আমি দেখি না
সকালের আলোয় বৈশাখী আগুন।

তোমাকে খুঁজতে খুঁজতে পথে ধারে
এক সত্য আমাকে কুঁড়ে কুঁড়ে খায়।
প্রেম যখন হারিয়ে যায় ,
মাতাল জোত্স্না তখন মুখ লুকোয়।
আর নদীগুলো সব মরা বালিচর
নদীর মোহনা ঘেসে হৃদয়ে বাজে করুন সুর
একলা আকাশ কাঁদে স্পর্শ করে যা।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...