Monday, December 2, 2013

RISHI026@GMAIL.COM


### " অন্তর তৃষ্ণা " ###
লেখক : ঋষি
****************************
না না আর না ,আর পারবো না
রোজ সকালের মনুষত্বের বধ।
রাত্রে  নিজের অস্তিত্বের
কয়েক গ্লাস জলে নিজেকে ভিজিয়ে
লাল স্বপ্নের দেশে মিশরীয় রানী ,
ছি আমি আর পারবো না।

কুপমন্ডুকের মত সাপের শরীরে
নিজেকে মেলাতে পারবো না।
পারবো না হতে আমি তোমার মত
তুমি যেমন চাও।
যেমন স্বপ্নের বিষ তুমি ছড়িয়ে রাখো
সম্পর্কের মায়াই,ছায়া শরীরে,
তুমি জড়িয়ে থাকো আমায়।

না না আর পারবো না হতে ক্ষুধার্ত কল্পনায়
স্বপ্নের বাড়িঘর ছিঁড়ে
আমি লিখতে পারবো না তৃষ্ণার সাতকাহন।
আর যাই হোক স্মৃতির মহাকাব্য থেকে
তোমায় যদি বদলাতে না পারি,
আমি নিজেকে বদলাবো না।
******************************

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...