Friday, December 6, 2013

RISHI026@GMAIL.COM


### "অহেতুক " ###
লেখক : ঋষি
******************************
অহেতুক সব অহেতুক
এই যে সকালের আলোতে চিতার ছাই
এই যে ভুমিকম্প্পের আগুনে তোমার মুখ।
এই যে গড়িয়ে পরা লাভা অন্তর দহনে
আমি জানি সব অহেতুক
কোনো লাভ নেই সে মুখ খুঁজে।

রক্ত নদীর জল প্রবাহিত শিরায় শিরায়
আজ আর কিছু ভালো লাগে না।
শুধু পুড়তে বাড়া ভাতে আগুন
হাত বাড়িয়ে অন্ধকার তারা খামচায়।
খামচে ধরতে চাই তোমার মুখ
অহেতুক সব অহেতুক।

ফিরে যাওয়ার ছেঁকা প্রতি নিঃশ্বাসে
অন্তর দহনে সে প্রেম আজও জাগে।
রাত জাগা ভিড়ে হাজার স্বপ্ন বলি
আজ আর নতুন করে কি আর বলি।
আমি জানি সব অহেতুক
কোনো লাভ নেই সে মুখ খুঁজে।
**********************************

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...