Monday, December 30, 2013

rishi026@gmail.com


কিন্তু অদ্ভুত
......... ঋষি

তুমি আমাকে ভেজাতেই পারো
চোখের জল করে টলমল।
তুমি আমাকে ডোবাতেই পারো
অস্তিত্ব বড় অদ্ভুত।
সেই সন্ধ্যা বেলার জ্যোত্স্নায় ভিজে তুমি
পায়ে শিশির মাড়িয়ে হৃদয়ে তুমি।
কিন্তু বদলানো সময়ের স্পর্শ
বড় অদ্ভুত তুমি।

"তুমি" এই শব্দটার একটা অদ্ভুত অবয়ব স্বপ্নে
বাড়ানো হাত ঠিক প্রেমের বৃষ্টি।
কিন্তু অদ্ভুত
ভেজাও তুমি কিন্তু স্পর্শ করো না।
চোখের নোনা জলে নৌকা চালিয়ে
প্রেম ফিকিরে ভাসি ,হাসি প্রেমে।
প্রেম আড়ালে থাকে, চোখে জল
বাড়ানো হাত জড়িয়ে ধরতে চাই স্বপ্নে।

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...