Monday, December 16, 2013

RISHI026@GMAIL.COM


চিরদিনের গল্প
লেখক : ঋষি

যেতে ,যেতে ,যেতে ,যেতে
কেটে গেল বেশ কিছু নিরপেক্ষ সময়।
উদাসীন আলোয় চোখ খুলে দেখি
কতটা কাটল ঝড়ঝঞ্ঝায়।
আজ হোক ,কাল হোক বা পরশু
যতটুকু ছিল সব দিয়েছি।
দিয়েছি মাংস, নোনা রক্ত আর মূল্যবান বিশ্বাস
কিন্তু কতটুকু তোমায় পেয়েছি।
এই তো সেদিন নোনা জলে চোখের পাথরে
আরেকটা পাথর ঘষে দিল হৃদয়ের।
আর এই সেদিনটা অনেকটা
আজ,কাল ,পরশুর গল্প।
শেষ নেই সীমাহীন অনন্ত অন্ধকার
আর আমি যাত্রী তোমার সাথে।

যেতে ,যেতে ,যেতে ,যেতে
কেটে গেল বেশ কিছু অমূল্য সময়।
যখন তোমার চোখে আয়না
আর আয়নার ভিতরে বাইরে আমি।
অনেকটা সাজানো বাগানে
হাত বাড়ানো পাগলাটে ছবি।

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...