Monday, December 30, 2013

RISHI026@GMAIL.COM


দুরে তুই থাক
............ ঋষি

দুরে তো আছিস ,,ভীষণ দুরে
কিন্তু আমি তোকে ছুঁয়ে দিয়েছি জানিস।
যেমন ছুঁয়ে দেয় আকাশ সমুদ্রকে
আমি আকাশের বালি ,,,তোর চোখের।

দুরে থাক আরো দুরে
যতদুরে স্বপ্নে তুই আসিস।
তোর সোনালী রূপ মনের জানলায়
আর তোর আয়নায় আমি ,,,দিনে রাতে।

তুই পুড়িস ,,সাথে পুড়ি আমি
তোর আয়নায় ,,ভালোবাসি বলি নি।
তবু পুড়ে ছাই  .......

কিছু কথা লুকোনো ছবি
আমি লিখছি কবিতা ,,তোকে নিয়ে তাই।

আমার কবিতায় প্রেম পোড়ে
প্রেমের মায়ায় তুই যে আছিস
আমার থেকে দুরে তুই থাক.

আমার স্বপ্নে বেঁচে তুই থাক
আর কিছু না
যেমন  আছিস আরো দুরে
দুরে তুই থাক।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...