Friday, December 6, 2013

RISHI026@GMAIL.COM




### " প্রেম ভিক্ষা " ###
লেখক : ঋষি
********************************
ভালোবেসে খুনি হয়ে যাব
কোনো লাভ নেই ভেবে।
সব দিয়ে সন্ন্যাসী হয়ে যাব
তুমি ভাবো কি করে ?
আমি প্রেমিক কিন্তু ত্যাগী নয়
আমার প্রেমে  আগুন জ্বলে
সে আগুনের বিষে আমি পুড়ি,
তবে তোমাকে পোড়াতে বাধা কি ?
কোনো লাভ নেই ভেবে
তোমাকে পুড়তে হবে আগুনে প্রেমে।

তুমি যদি ভাবো তুমি তপ্সরী
আর আমি তোমার হৃদয় প্রলোভিত ভিক্ষুক।
তবে বলি শোনো
তুমি প্রেম দেখেছো ,প্রেমিক নয়।
আমি তোমার প্রেমে শ্মশান দেখতে পারি
কিন্তু ভিক্ষুকের মতো প্রেম নয়।
জীবন যায় ,তুমি যাও ,সব যাক
যাক না ,কিন্তু বিশ্বাস করো,
তোমার প্রেমে আমি প্রেমিক হতে পারি
ভিক্ষুকের মত প্রেম চাইতে পারবো না।
***********************************

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...