Wednesday, December 11, 2013

RISHI026@GMAIL.COM


অলিখিত
>> ঋষি

কাল আর চোখের পাতায় স্বপ্ন ছিল না
ছিল মাটির সাথে মিশে যাওয়ার ইচ্ছা।
সকালের পাতা বাহারির হলুদ পাতা গুলো
মাথা রাখতে চাই মাটির বালিশে।
সবটাই প্রয়োজন আর নিয়ন্ত্রণ।

আজ সব আছে শুধু নেই আর নেই
আবার নতুন করে ভালবাসার ইচ্ছা।
যে কাঁচ ভেঙ্গে যায়
যে সময় চলে যায়।
যে স্পর্শ পুড়ে যায়
তা কি আর পাওয়া যায়।
দাগটা থেকে যায় খুব মিহি ,খুব গোপনে
সে কাঁদায় একলা করে অনিদ্রার আগুনে।

কাল আর আজ শুধু কালক্ষন গোনা
অনিদ্রার বালিশে শুধু স্বপ্ন খোঁড়া।
সবটাই শুধু ফাঁকি আর কালের হাসি
আসলে ভালবাসা হলো বালি চোরা।
আর অনিদ্রার চোখে স্বপ্ন গোনা।

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...