Thursday, December 26, 2013

rishi026@gmail.com


...........পুড়ে ছাই
লেখক : ঋষি

দৈর্ঘ্য আর গভীরতা মেনেই চলছে জীবন
কিন্তু আগুন
  ,,,,, এই আগুনে পোড়ার অভ্যাস আমার।

আগুন প্রেমের ,আগুন ঘামের ,আগুন স্মৃতির
সবমিলিয়ে একাকার একটা জীবন ,
পুড়ে ছাই,,,, আরো আছে
,,,,,,আরো চাই

আরো চাই ,আরো চাই ,আরো চাই
জীবনের দৈর্ঘ্য মেনে এক দৌড়ে
রূপকথার জীবন ,,,, পোড়া তাই।
তাইতো
তাইতো পোড়ে সম্পর্ক্য ,পোড়ে রক্ত
শুকিয়ে ঘাম হৃদয় জানলায়
উঁকি মারে আরো আর আরো।

এতো আরোর মাঝে ত্রস্ত জীবন
পুড়ে ছাই
,,,,,,,এই আগুনে পোড়ার অভ্যাস আমার।

No comments:

Post a Comment

এলিয়েনেশন

বোধহয় এক তরফা এলিয়েনেশন চোখের বিষন্নতায় ডিমলাইটের নিস্তব্ধ আস্তানা নেমে আসছে দ্রুত এই কবিতা কৃত্রিম আলোর নিচে হলুদ ট্যাক্সি ফেরা আর না ফেরা...