Monday, December 30, 2013

RISHI026@GMAIL.COM




প্রেম বলে কিছু নেই
............ ঋষি

কেন প্রেম কপালি ?
প্রেম পোড়ালি ,পোড়ালি নিজেকে প্রমের আগুনে।
আগুনে প্রেম ছুঁয়ে দিলি
বিষ ফলটা গিলে নিলি ,,,,,নীল শরীর।
নীল স্বপ্নের শরীরে নেশার চোখ
নেশার আগুন স্পর্শের।
প্রেম তুই ছুঁয়ে দিলি
মাড়িয়ে গেলি আমায়।

 মাড়িয়ে গেল বহু স্পর্শ
দেখিয়ে গেল বহু  আশা।
স্বপ্নের ঘর ,স্বপ্নিল তুই ছুঁয়ে দিলি
প্রেম ,,,প্রেম।
আর কিছু আছে কি
চোখ খুলে দেখ ,ঘুম চোখে স্বপ্ন।
প্রেম হারায়
আসলে প্রেম বলে কিছু নেই।

সে তো স্বপ্নের রং
সে তো নষ্ট ছবি ,জাদুঘরে।
পোর খাওয়া শরীরের অলিক আকর্ষণ
বলতে পারিস প্রেম।
কিন্তু বিষ ফল ,,তুই গিলে নিলি
আজ পোড় ,,,পুড়তে থাক তুই।
আর আমি হাসতে থাকি
আমি প্রেম তোর মনের।

1 comment:

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...