Saturday, December 7, 2013

RISHI026@GMAIL.COM


### " অন্ধ রাত্রি " ###
লেখক : ঋষি
*************************
ঘুমটা ভেঙ্গে গেলো অসময়ে
অন্ধকার রাত্রে শুধু ঘড়ির শব্দ।
আর সারা ঘরে অন্ধকার মাখামাখি
আমি তুমি কাছাকাছি।
কিন্তু কি যেন এক অসময়ের ব্যাথা
লুকোনো কিছু কথা
বমির মত আটকে আছে শরীরে।
বলছি বলছি করেও বলা হয় নি তোমায়
মন তোমায় আমি চেয়েছি বহুবার।
বহুবার তোমার শরীর আমি খুঁড়েছি
শব্দহীন কেঁচোর মত।
রক্তমাংসের শরীরে এক অপরিসীম স্নেহ
আমি জড়িয়ে ধরেছি হাজারোবার।
কিন্তু বলি নি কখনোও
আমার মন তুমি সুন্দরী জোত্স্নার মত।
জানলার রেলিং বেয়ে রুপোলি জোত্স্না
বিছানার চাদরে স্বপ্নিল ভাঁজ
আমি দেখছি তোমায় মন।
আমার মত করে তোমায় সাজিয়ে নিচ্ছি
আমার দুচোখে এক রঙিন মায়া।
এক ম্যাজিক আমার জীবনে
মন তুমি ,আমার তুমি।
***************************

No comments:

Post a Comment

অন্য খোঁজ

ইদানীং আর কথা বলতে ইচ্ছে করে না চুপ থাকি, আসলে এই চুপ করে থাকার মধ্যে এক সমুদ্র, কোলাহল বলতে এখন পা ছুঁয়ে সরতে থাকা জল। এক আলোকবর্ষ আনন্দ যন...