Thursday, December 26, 2013

RISHI026@GMAIL.COM


.........পাপী সভ্যতা
লেখক : ঋষি

............ অগ্নিগর্ভে উত্পন্ন  পৃথিবীর সব পাপ মিশে
শুয়ে আছে এক সর্বগ্রাসী অজগর
যার চেরা জিভে সমস্ত লোভ।
আর আক্রোশ গুলো হিসহিস করছে ভয়ংকর চোখে
আর কিছুদিন।
তারপর লোপাট সভ্যতা পাপিষ্ঠ অজগরের পেটে
আরো লোভ মৃত্যু হয়ে যাবে।
এমনি তো হবে  .......

কিংবা পৃথিবীর মুকুটে শুয়ে থাকা গলন্ত ক্রোধ
গলতে গলতে মিশে যাবে সত্তর শতাংশ শরীরে।
আর বাড়বে কোনো নীল তিমির আত্মা আটলান্টিকের জলে
বাড়বে আরো জঞ্জাল ,বাড়বে আরো পচন জলের মাঝে।
আর উঠে আসবে জমা পাপ
 কোনো অনামী টাইফুন হয়ে।
এমনি তো হবে .....

বাতাসে মেশা কালো রঙের সভ্যতার পাপে
অন্ধকার হবে পৃথিবীর রং।
আরো ধোঁয়া ,আরো ধোঁয়া,ধোঁয়া ধোঁয়া হৃত্পিণ্ড
থেমে যাবে।
থেমে যাবে সব নিশ্বাস,থেমে যাবে জীবন
স্তব্ধ পৃথিবীর প্রাচীনত্বে যুক্ত হবে।
অন্য দিন ,অন্য  কারো হাতে
এক আজব পাপী সভ্যতা।

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...