Friday, December 20, 2013

RISHI026@GMAIL.COM


.....একলা গাঁথা
লেখক : ঋষি

আমাকে একলা রেখে গেলে
কিন্তু তুমি রয়ে গেলে কাছে।
তোমার হাতের চুড়ির শব্দ এক ঘোর আমার চোখে
তোমার পায়ের নুপুরে রিনঝিন আমার হৃদয়ের সিম্ফনি
তুমি চলে গেলে কিন্তু রয়ে গেছে সব।

আমি স্পষ্ট দেখতে পাই প্রতি রাতে
আকাশের চাঁদে মেটে গন্ধ তোমার গায়ে।
হাত বাড়ায় জোত্স্না ছুঁয়ে দেয়
ঠিক যেন জড়িয়ে ধরি তোমায়।
কিন্তু কিছুই থাকে না কাছে চিরকাল
যেমন তুমি আমার জীবনে।

এক শীতের দিনে তোমায় আমি গেঁথে ছিলাম
ফুল পরীর দেশে ,সাজানো স্বপ্নে
আর এর বদলে তুমি গেঁথেছো আমায়
প্রশ্নে আর প্রশ্নে
আমি কুরুক্ষেত্রে ভীষ্ম একলা জীবনে।


No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...