Wednesday, December 18, 2013

RISHI026@GMAIL.COM


......... পোড়া সময়
লেখক: ঋষি

রোজ সকালে ঘুম ভেঙ্গে দেখি
পোড়া দিনকাল।
সবুজ পাতায় ধুলোময় কঙ্কাল
জানলার রডে চোখ টেনে দেখি।
শুধু পাহাড় আর পাহাড়
আকাশ ঢাকা কনক্রিটের পাহাড়।
আমি কান পেতে শুনি
চেষ্টা করি একটু পাখির শব্দ।
কিন্তু শুন্য আর শুন্য
এমনি সকাল এটা সব শুন্য।

কাজলা দিদির পুকুর পাড়ে
শুধু হাহা করে।
ওরে মন ,ওরে মন ,ওরে মন
নেই সেই জল।
শুধু মন চাই সবুজ পাতা ,সবুজ ঘাস
একটা সবুজ জীবন।
পোড়া মন কাঁদে হায়
বাড়ে বাড়ে ছুটে যায়।
এক সবুজ  সকাল ,ঝিরঝিরে রৌদ্র
মাথা খোঁড়ে প্রকৃতি আর শতাব্দ।

No comments:

Post a Comment

আর্তনাদ

একটা আর্তনাদ বুকের গভীরে শুনতে পাই ভীষণ অপ্রাপ্তি দুয়ারে মেঘ এসে হানা দেয় কারণ অকারণ অনবরত লোভ, প্রতিটা প্রশ্নের উত্তরে বুকের ভিতর বিদ্যুৎ চ...