Wednesday, December 11, 2013

RISHI026@GMAIL.COM


প্রতিশ্রুতির প্রতিশ্রুতি
> >: ঋষি

প্রতিশ্রুতি যদি নিতেই হয়
তবে আকাশের কাছে নিও।
অহংকারের প্রতিশ্রুতি দেওয়া যায়
প্রতিশ্রুতির অলংকার হয়।
আর যায় হোক
আকাশের রং বদলায়
কিন্তু আকাশ বদল হয়  না।

প্রতিশ্রুতি যদি নিতে হয়
তবে সময়ের কাছে নিও।
প্রতিশ্রুতির বদল হয়
কিন্তু সময় ছাড়া প্রতিশ্রুতি নয়।
সময় সম্পর্ক্য চেনায়
কিন্তু নিজেকে চেনায় না।

প্রতিশ্রুতি যদি নিতে হয়
তবে সম্পর্ক্য দেখে নিও।
অনন্ত প্রতিশ্রুতি শুধু শব্দ নয়
সত্যি যেন হয়।
আর যায় হোক
প্রতিশ্রুতির যদি বদল হয়
হৃদয় মৃত না হয়।

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...