Wednesday, December 11, 2013

RISHI026@GMAIL.COM


শুধু অন্ধকার
>>> ঋষি

অন্ধকার রাত্রে দুটো চোখ জ্বলছে
দুটো চোখ জ্বলছে তোমার নরম বুকে।
হলুদ হিংস্র চোখ ও বুকে
আমি জাগছি স্বপ্ন থেকে।
পুড়ছে সব পুড়ছে
আমি জাগছি নিদ্রা থেকে
জানো এ হৃদয় চিনছে।

ক্যাকটাসের স্পর্শে রক্ত বিন্দু
কয়েক ফোঁটা চোখ জ্বলছে।
অনন্ত অহিংস্র শীতল প্রলেপ
আমার প্রেম পুড়ছে।
হারিয়ে যাওয়া পিছনের জানলায়
কিছু মুখ ভাসছে ,চলে যাচ্ছে
অদৃশ্য নীরবতা হাসছে।

অন্ধকার হাহাকার ধোঁয়া
একটা তার বাঁধা হৃদয় জুড়ে।
চোখ জ্বলছে ,হৃদয় পুড়ছে
কিছুক্ষণ কতক্ষণ অপেক্ষার সকাল।
হারিয়ে যাচ্ছে চারিধার
শুধু অন্ধকার
জানো আমার প্রেম পুড়ছে।

No comments:

Post a Comment

তথাপি

অন্ধকার খুঁড়তে খুঁড়তে মশা, মাছি সব পেলাম তবুও কই জীবন পেলাম না সম্পর্ক খুঁজতে খুঁজতে ভালোবাসা খুঁজতে গেছিলাম শরীর, মাংস সব পেলাম  তবুও সেই ম...